দুর্নীতির বিরুদ্ধে সাধ্যমতো লড়ে যাব : শরীফ উদ্দিন
প্রকাশিতঃ 5:16 pm | July 09, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দীর্ঘ আইনি লড়াইয়ের পর চাকরি ফেরত পেতে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন।
বুধবার (৯ জুলাই) শরীফকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে।
এদিকে, রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, আমি যখন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছিলাম, তখন জানতাম যে আমি একা নই। দেশের জনগণ, মিডিয়া এবং বিভিন্ন সংগঠন আমার পাশে ছিল। তাদের সমর্থনেই আজ আমি চাকরি ফিরে পেয়েছি।
শরীফ উদ্দিন তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, এখন থেকে আমার প্রথম এবং প্রধান কাজ হবে, দুর্নীতির বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা। অন্যায়ের বিরুদ্ধে আমি কখনও মাথানত করব না। দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য আমি আমার সাধ্যমতো কাজ করে যাব।
শরীফ বলেন, তিন বছরের আইনি লড়াই শেষে হাইকোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছি। ৫ আগস্টের গণঅভ্যুত্থান না হলে হয়তো এই ন্যায়বিচার পেতাম না। চাকরি হারানোর পর অনেক কষ্টে জীবন যাপন করেছি। আজ থেকে সব দুঃখ-কষ্ট মুছে গেল। আর কোনো দুঃখ নেই।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুদকের তৎকালীন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের অপসারণের বিষয়টি জানানো হয়। একই বছরের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
কালের আলো/এমডিএইচ