আরও গভীর বন্ধুত্বের প্রতিশ্রুতি উত্তর কোরিয়া-রাশিয়ার
প্রকাশিতঃ 3:25 pm | June 30, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। শনিবার (২৮ জুন) উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লিউবিমোভা পিয়ংইয়ংয়ে এক বৈঠকে এ কথা বলেন।
এই বৈঠক এমন এক সময় ঘটলো, যখন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলছে, বিশেষ করে সম্প্রতি পুতিনের পিয়ংইয়ং সফরের পর।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী কাজের সূত্রে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন এবং শনিবার তিনি কিমের সঙ্গে বৈঠক করেন।
উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেসময় দুই দেশের প্রতিনিধিরা উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করে।
কিম জং উন বলেন, উভয় দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও জানার জন্য শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও বোঝাপড়াকে আরও গভীর করতে সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
বৈঠকের পরে কিম ও লিউবিমোভা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন, যেখানে দুই দেশের ঐতিহ্যবাহী লোকসংগীত ও নৃত্য পরিবেশনা ছিল। কিম জং উন রুশ শিল্পীদের অভিনন্দনের প্রতীক হিসেবে ফুল উপহার দেন।
শেষ পর্বে লিউবিমোভাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানোর অনুরোধ জানান কিম জং উন।
সূত্র: আনাদোলু
কালের আলো/এমডিএইচ