বনানীতে ৯৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিতঃ 2:56 pm | June 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর বনানীতে ৯৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগের একটি দল।
মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত পৌনে ১২ টায় বনানী থানার ১১ নম্বর রোডের পশ্চিম মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম একুব আলী শেখ (৫১)। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযানে ডিবি গুলশান বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ময়মনসিংহের ভালুকা থেকে বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশে বনানী থানার রোড নং-১১ এর পশ্চিম প্রান্তে সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে ফুটপাতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ৯৯ কেজি গাঁজাসহ একুব আলীকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া গাঁজা বিক্রয়ের উদ্দেশে তিনি ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানান ডিসি তালেবুর রহমান।
গ্রেপ্তার হওয়া একুব আলীর নামে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কালের আলো/এমডিএইচ