ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি
প্রকাশিতঃ 11:25 am | June 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টার দিকে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশান কার্যালয়ে আসেন। সেখানে তার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু।
বৈঠকে আরো উপস্থিত আছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
কালের আলো/এমডিএইচ