যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সঙ্গে ১১টি ফ্লাইট বিঘ্ন, ভোর থেকে চলাচল স্বাভাবিক
প্রকাশিতঃ 5:14 pm | June 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের চারটি দেশ—কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন—সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল। এর ফলে সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ওই চার দেশের গন্তব্যে ১১টি ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ জুন) ভোররাত ৩টার পর থেকে দেশগুলো ফের আকাশসীমা উন্মুক্ত করলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, ‘বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে চারটি দেশ তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রেখেছিল। এতে ঢাকা থেকে পরিচালিত শারজাহ, দোহা, কুয়েত, দুবাই ও আবুধাবি রুটের ১১টি ফ্লাইট নির্ধারিত সময়ে উড়তে পারেনি।’
বিলম্বিত ফ্লাইটগুলোর মধ্যে ছিল—শারজাহগামী এয়ার এরাবিয়ার দুটি ও ইউএস-বাংলার একটি ফ্লাইট, দুবাইগামী এমিরেটস ও ইউএস-বাংলার দুটি ফ্লাইট, কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট, দোহাগামী কাতার এয়ারওয়েজের দুটি ও ইউএস-বাংলার একটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
রাগীব সামাদ বলেন, ‘বর্তমানে এসব ফ্লাইট পর্যায়ক্রমে যাত্রা শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেকোনো পরিবর্তিত পরিস্থিতিতে যাত্রীদের যেন ভোগান্তি না হয়, সেজন্য সবাইকে নিজ নিজ এয়ারলাইন্সের হটলাইন বা অফিস থেকে সর্বশেষ আপডেট জেনে ভ্রমণের প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।’
এর আগে সোমবার রাতেই শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, কাতার, ইউএই, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশপথ বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি২৭ ফ্লাইট (ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি) বাতিল করা হয়। তবে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে সব ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে গেছে।
বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
কালের আলো/এমডিএইচ