কলঙ্ক মোচনের জন্য পুলিশকে মানবিক হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিতঃ 5:35 pm | June 23, 2025

টাঙ্গাইল প্রতিবেদক, কালের আলো:

কলঙ্ক মোচনের জন্য পুলিশকে জনবান্ধব ও মানবিক পুলিশ হতে হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মব প্রসঙ্গে বলেন, মব বন্ধে আমরা কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। গতকাল যে ঘটনা ঘটেছে এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সন্তুষ্টের সাথে আমার সন্তুষ্ট। আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। সন্তুষ্ট কোনো প্যারামিটের না। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন, সবাইকে ভালো রাখতে পারি।

বন্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্যা এখনও আসেনি, দোয়া করবেন যেন না আসে। যদি আসে তাহলে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ মো. মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখসহ অন্যান্য জেলার বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমডিএইচ