ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতের আগেই ডাউন আবহাওয়া অফিসের ওয়েবসাইট

প্রকাশিতঃ 6:11 pm | May 02, 2019

কালের আলো ডেস্ক:

‘ফণী’র ছোবলের আগেই আবহাওয়া অফিসের ওয়েবসাইট ডাউন‘ফণী’র ছোবলের আগেই আবহাওয়া অফিসের ওয়েবসাইট ডাউনভারতের ওড়িশা উপকূল হয়ে শুক্রবার(৩ মে) বিকেলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’।

ইতোমধ্যে পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

কিন্তু ‘ফণী’ ছোবল দেয়ার আগেই আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটই ডাউন হয়ে গেছে। এছাড়া ইন্টারনেট সংযোগও নেই সেখানে।

বাংলাদেশের আবহাওয়া-সংক্রান্ত তথ্য দেয়া একমাত্র সরকারি সংস্থা আবহাওয়া অধিদফতর। সাধারণ মানুষ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট (www.bmd.gov.bd) থেকে তথ্য জানে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী অধিদফতরের আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলা ছাড়াও সংস্থাটির ওয়েবসাইট থেকে তথ্য নেন। কিস্তু সেই ওয়েবসাইটিতে তথ্য নেয়ার জন্য সবাই একযোগে প্রবেশ করায় ওয়েবসাইটটি ডাউন হয়ে গেছে।

এর মধ্যে আবহাওয়া অধিদপ্তরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পুরো অন্ধকারে পড়েছে সংস্থাটি। হটলাইনে ফোন করেও মানুষ আবহাওয়ার খবর জানতে পারছে না।

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে বৃহস্পতিবার সকাল থেকেই সমস্যা হচ্ছিল। তবে দুপুরের কিছু আগে ওয়েবসাইটটি একেবারে ডাউন হয়ে যায়। অ্যাড্রেস সার্চ দিলে লেখা উঠছে- This site can`t be reached।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ বলেন, আমাদের ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। একসঙ্গে বেশি হিট হওয়ার কারণে এমনটা হয়েছে। ইঞ্জিনিয়াররা সচলের চেষ্টা করছেন। এটি ঠিক হতে ৪ ঘণ্টার মতো লাগবে বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের ইন্টারনেটও নেই। তাই ডাটা ডাউনলোড করা যাচ্ছে না। কেন ইন্টারনেট নেই, সেটা বিটিসিএল বলতে পারবে। আমরা তাদের সমস্যার কথা জানিয়েছি।

দুপুর থেকে ১০৯০ নম্বরে ফোন করেও আবহাওয়ার সংবাদ শোনা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিচালক। সামছুদ্দিন আহমেদ বলেন, এই প্রেক্ষাপটে আমরা নিজেরাও অসহায় হয়ে গেছি।

কালের আলো/ওআর/এমএইচএ