স্বামীসহ বিসিএস ক্যাডার লাক্স তারকা সোহানিয়া
প্রকাশিতঃ 2:43 pm | April 30, 2019

শোবিজ ডেস্ক, কালের আলো:
বিসিএস ক্যাডার হয়েছেন লাক্স তারকা সোহানিয়া। ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন তিনি। ইতিমধ্যেই কাজেও যোগ দিয়েছেন এই মেধাবী সুন্দরী। তার স্বামী মেহেদি ইসলাম ফুয়াদও ৩৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে গেজেটপ্রাপ্ত হয়েছেন।
২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সোহানিয়া। সেখানে তিনি সেরা দশের তালিকায় নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয়, পুরস্কার জিতে নেন ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও। এরপর অনিয়মিতভাবে শোবিজে কিছু কাজ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন সোহানিয়া। তার বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা। মা সালমা সুলতানা গৃহিণী। ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন সোহানিয়া।
ছোটবেলা থেকেই ট্যালেন্টদের তালিকায় নাম ছিল তার। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ ও এইচএসসিতে কুমুদিনী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি।
কালের আলো/এমএইচএ