সিরাজগঞ্জ মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, নেই যানজট
প্রকাশিতঃ 10:02 am | June 05, 2025

সিরাজগঞ্জ প্রতিবেদক, কালের আলো:
পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ২ দিন। এই ঈদযাত্রায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ, তবে এখনো পর্যন্ত যমুনা সেতু পশ্চিম পাড় থেকে কোনো যানজটের খবর নেই বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের ২২ জেলার প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ উপলক্ষ্যে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৪৯টিতে। এ সময় সেতু কর্তৃপক্ষ ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা টোল আদায় করেছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
মহাসড়ক ঘুরে দেখা যায়, মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী ও র্যাবের যৌথ টহল মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সকাল ৮টায় বলেন, সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ ব্যাপক বেড়েছে। তবে কোথাও কোনো যানজট নেই।
তিনি আরও জানান, সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৩ জুন বিকালেই হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন খুলে দেওয়া হয়েছে। এর ফলে হাটিকুমরুল গোলচত্বর এলাকার চাপ অনেকটা কমে এসেছে।
কালের আলো/এমডিএইচ