উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

প্রকাশিতঃ 1:07 pm | May 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় এসআই (উপ-পরিদর্শক) কেএম মনসুর আলী (৪৫) নিহত হয়েছেন। তিনি দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন।

রোববার (১৮ মে) ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের পূর্ব পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কায় দক্ষিণখান থানার এসআই কেএম মনসুর আলী গুরুতর আহত হন। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালের আলো/এমডিএইচ