পাঁচদিন পর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশিতঃ 11:01 am | May 18, 2025

রাঙামাটি প্রতিবেদক, কালের আলো:

পাঁচদিন বন্ধ থাকার পর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১৮ মে) ভোর ৬টা থেকে নৌ রুটটিতে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি জানিয়েছেন রাঙামাটির সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজ করতে গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে কর্ণফুলী নদীতে প্রয়োজনীয় ড্রেজিং শেষ করেছে। ফেরির সংযোগ সড়ক সংস্কার করার পর রোববার (১৮ মে) ভোর ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টুন চরে আটকে যেত। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজ সম্পাদনের লক্ষ্যে বিগত ৫ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে ।

এদিকে রোববার (১৮ মে) সকালে চন্দ্রঘোনা ফেরি ঘাটে প্রতিবেদকের কথা হয় ফেরির কর্মচারী মো. আরমান এবং ফেরির চালক সিরাজের সঙ্গে। তারা বলেন, ড্রেজিংয়ের কাজ শেষ হওয়ার পর আজ রোববার ভোর ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

ট্রাকচালক মো. নাছির বলেন, এতদিন আমাদের বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াত করতে হয়েছে। এতে আমাদের জ্বালানি এবং সময় বেশি ব্যয় হয়েছে। আজ থেকে ফেরি চলাচল করায় আমাদের ভোগান্তি অনেক কমেছে।

প্রসঙ্গত, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী, পণ্যবাহী ভারী বা হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

কালের আলো/এমডিএইচ