ময়মনসিংহে ইবাদত বন্দেগিতে রাত কাটাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

প্রকাশিতঃ 2:51 am | April 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পবিত্র শবে বরাতে মহান আল্লাহর আনুকূল্য পেতে ইবাদত বন্দেগি, জিকির আজকারের মধ্যে দিয়ে রাত কাটাচ্ছেন ময়মনসিংহের ধর্মপ্রাণ মুসল্লিরা।

মহিমান্বিত এ রাতকে ঘিরে রোববার (২১ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই নগরীর প্রতিটি মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে। মসজিদ ছাড়াও বাসা বাড়িতে অনেকেই রাত জেগে নফল নামাজ আদায় করছেন।

ফজরের নামাজের শেষে দেশ ও মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে প্রতিটি মসজিদেই দোয়া মোনাজাত হবে।

শবে বরাত উপলক্ষে নগরীর বিভিন্ন বাসা-বাড়িতে রুটি, হালুয়া, সুজি বা গরুর মাংস রান্না হচ্ছে। এসব খাবার দাবার স্বজন বা প্রতিবেশীদের বাড়িতেও পাঠানো হয়। নগরীর গোরস্থানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। সেখানে স্বজনের কবর জিয়ারত করতে মধ্যরাতেও ছুটছেন অনেকেই।

এশারের নামাজের আগে থেকেই ওঠে নগরীর প্রতিটি মসজিদ। দলবেঁধে সবাই নামাজ আদায় করতে মসজিদ মুখী হন। এদিকে, শবে বরাতকে ঘিরে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন।

কালের আলো/ওএইচ