৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
প্রকাশিতঃ 6:35 pm | May 10, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম অডিট রিপোর্টগুলো হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে।
বার্তায় বলা হয়, আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন।
কালের আলো/এমডিএইচ