মসিকে মেয়র পদে আ.লীগ প্রার্থী টিটুসহ ৫ জনের মনোনয়ন জমা

প্রকাশিতঃ 10:22 pm | April 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু ও জাপা প্রার্থী জাহাঙ্গীর আহমেদসহ ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।

অন্যরা হলেন- জাতীয় পার্টির দুই বিদ্রোহী প্রার্থী আবু মুসা সরকার ও স্বপন মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ভাদুরী।

সোমবার (০৮ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কার্যালয়ে এ মনোনয়ন দাখিল করেন।

আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটুর মনোনয়ন জমার সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহ সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।

মনোনয়নপত্র দাখিলের পর ইকরামুল হক টিটু বলেন, নির্বাচনে অংশ নেয়ার জন্য দলের মনোনয়নে নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছি। মেয়র নির্বাচিত হলে আধুনিক সিটি করপোরেশন গড়তে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও মসিক নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সাংবাদিকদের জানান, ৩৩ টি সাধারণ ওয়ার্ড ও ১১ টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জন এবং ১১ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১ জন মনোনয়ন দখিল করেছেন।

এ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৩৮ জন। ১২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রেই ইভিএমে ভোট হবে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী আগামী ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন এবং আগামী ৫ মে মসিকে প্রথম ভোট অনুষ্ঠিত হবে।

কালের আলো/ওএইচ