রোলে মুক্তি নয়, খালেদা জিয়ার জামিন চাই: ফখরুল

প্রকাশিতঃ 7:09 pm | April 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি নাচক করে দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমরা আমাদের নেত্রীর প্যারোলে চাই না, জামিন চাই। জামিন পাওয়া তার ন্যায়সঙ্গত অধিকার। কারণ এই মামলায় অন্য সব আসামী জামিনে আছেন।

রোববার(৭ এপ্রিল) খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গত ১ এপ্রিল বিএনপি নেত্রীকে উন্নত চিকিৎসাসেবা দেয়ার জন্য পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এর মধ্যেই তাকে প্যারোলে মুক্তির প্রসঙ্গটি সামনে আসে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, এ ধরনের কোনো আবেদন তারা এখনো পাননি। পেলে বিবেচনা করবেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি, খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তবে আমরা কোনো প্যারোলের কথা বলিনি। আর যেকোনো মূল্যে বেগম জিয়াকে মুক্তি করতে হবে। আর সেই জন্য মুক্তির আন্দোলনে নেমেছি।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না। তার কারণ হলো পিজি হাসপাতাল সরকারের নিয়ন্ত্রনে থাকে। এজন্য আমরা তাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে সেবা দিতে বলছি।

গণঅনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দীন আহমেদ বীরবিক্রম, শামসুজ্জামান দুদুসহ জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও বিএনপির অনশনে একাত্মতা প্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও যোগ দেন ওই কর্মসূচিতে।

কালের আলো/এমএইচএ