সিঙ্গাপুর সফরে সেনাপ্রধান, দুর্যোগ মোকাবেলায় তুলে ধরলেন বাংলাদেশের সাফল্য
প্রকাশিতঃ 7:16 pm | April 04, 2019

বিশেষ সংবাদদাতা, কালের আলো :
দুর্যোগ ব্যবস্থাপনায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। হয়ে উঠেছে বিশ্বের কাছে ‘রোল মডেল’। দুর্যোগ স্থিতিস্থাপকতা অর্জনের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে দেশটি। দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশপ্রেমিক সেনাবাহিনী।
পাশাপাশি দুর্যোগ-ঝুঁকি ব্যবস্থাপনায় সরকারের বিনিয়োগ, দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমের ফলে সাম্প্রতিক সময়ে যে কোনো দুর্যোগে প্রাণহানির সংখ্যা ‘ব্যাপকভাবে’ হ্রাস পেয়েছে।
এমন অবস্থায় দুর্যোগের কোর্ডিনেটেড রেসপন্স মহড়া শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে। বড় ভূমিকম্পে দেশ কেঁপে উঠলে কী করতে হবে, কোথায় দাঁড়াতে হবে এমন করণীয় নির্ধারণ নিয়ে দুর্যোগের কোর্ডিনেটেড রেসপন্স মহড়ায় বাংলাদেশসহ অংশ নিয়েছে বিশ্বের আরো ২৫ টি দেশ।
বাংলাদেশ ও সিঙ্গাপুর সামরিক-অসামরিক সমন্বয়ে যৌথভাবে এই মহড়ার আয়োজন করেছে। এই মহড়া পরিদর্শন করতে এখন সরকারি সফরে এশিয়া মহাদেশের অন্যতম আধুনিক দেশ সিঙ্গাপুরে অবস্থান করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ইতোমধ্যেই তিনি সেখানে চলমান যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনের চূড়ান্ত দিনের কার্যক্রম পরিদর্শন করেছেন।

দুর্যোগে বড় ধরণের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কী ধরণের ভূমিকা গ্রহণ করতে হবে, দুর্যোগ প্রস্তুতি এবং উদ্ধার কার্যক্রমে নিবেদিত প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয়ে সেনাপ্রধান ব্রিফ করেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তুলে ধরেন বাংলাদেশের সাফল্য।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমানও এই মহড়া পরিদর্শন করেন। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে তিনি সরকারের প্রশমন কর্মসূচির কথা উল্লেখ করেন। যৌথ এই মহড়া পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এবং সেনাপ্রধান দুর্যোগের প্রস্তুতি সম্পর্কে অংশগ্রহণকারী দেশসমূহের সঙ্গে অভিজ্ঞতাও বিনিময় করেন। এ সময় যুক্তরাষ্ট্রের কাউন্সিলরও উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সিঙ্গাপুরের চীফ অব ডিফেন্স ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মেলভিয়ান অং, সিঙ্গাপুরের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সি হউসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাত করেন।

পরে তাঁরা ভূমিকম্পে করণীয় বিষয়ে সচিত্র নির্দেশনা ও পরামর্শমূলক অনুশীলন ও মহড়া ঘুরে ঘুরে দেখেন। ভূমিকম্পে মানবিক বিপর্যয় মোকাবেলায় এই ধরণের কার্যকর মহড়া আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেনাপ্রধান সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানান।

জানা যায়, সিঙ্গাপুরের চীফ অব ডিফেন্স স্টাফের সঙ্গে পৃথকভাবে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আগামীকাল শুক্রবার (০৫ এপ্রিল) সেনাপ্রধান সিঙ্গাপুরে একটি ডিফেন্স ইন্ডাষ্ট্রি পরিদর্শন করবেন। তাঁর এই সিঙ্গাপুর সফরের মধ্যে দিয়ে দুই দেশের সৌহার্দ্য ও সম্প্রীতিতে নতুন মাত্রা যোগ হবে।

এখানে আরো উল্লেখ্য প্রয়োজন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সমন্বয়ে সিঙ্গাপুরের আরএইচসি সাথে ২৫টি দেশ ও ১৫টি আন্তর্জাতিক এনজিও এর অংশগ্রহণে ৪ দিন ব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত অনুশীলন সিওওআরইএস-২০১৯ পহেলা এপ্রিল সিঙ্গাপুরে শুরু হয়।
বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনীসহ বেসামরিক কয়েকটি প্রতিষ্ঠানের ৪১ জন সদস্য যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনে অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, সোমবার (০১ এপ্রিল) সন্ধ্যায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, সাত দিনের সরকারি সফরে রোববার (৩ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

জেনারেল আজিজ আহমেদ চাংগি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ বেশকিছু সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আগামী ৭ এপ্রিল সেনাপ্রধান সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবেন। সফর শেষে আগামী ৯ এপ্রিল রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
কালের আলো/এসটি/এএ