শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আইজিপি’র ‘গাইডলাইন’

প্রকাশিতঃ 8:22 pm | March 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একজন সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কী করতে হবে তার একটি ‘গাইডলাইন’ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনাদের সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদেরকে জঙ্গিবাদ ও মাদকমুক্ত থাকার শিক্ষা দিতে হবে। দেশকে জঙ্গিবাদ ও মাদকমুক্ত করার এই শিক্ষার গুরুভার প্রতিটি পরিবারকে কাঁধে তুলে নিতে হবে।

বুধবার(২৭ মার্চ) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় শুধু অভিভাবকদেরই নয় শিক্ষার্থীদেরও জঙ্গিবাদ এবং মাদকমুক্ত থাকার সু-পরামর্শ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। তিনি বলেছেন, তোমাদেরকে(শিক্ষার্থীদের) জঙ্গিবাদ ও মাদক থেকে মুক্ত থাকতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে তোমাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা জুগিয়েছে, মন্তব্য করে আইজিপি বলেন, বঙ্গবন্ধুর এ প্রেরণা শুধু পুলিশ নয়, সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। তখন প্রতিটি মানুষ একই সূত্রে গাঁথা হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু আমাদের মাঝে স্বাধীনতার বীজ বপন করেছেন। তিনি আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু প্রগাঢ়ভাবে বাঙালি জাতিকে ভালবাসতেন। তাদেরকে নিয়ে চিন্তা করতেন।

বঙ্গবন্ধুই বাংলাদেশ, বাংলাদেশই বঙ্গবন্ধু, আবারো উচ্চারণ পুলিশ মহাপরিদর্শকের কন্ঠে।

বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা অসমাপ্ত থেকে যাবেও উল্লেখ্য করেন আইজিপি। এজন্য তিনি বঙ্গবন্ধুকে জানতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই দুটি পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, পুলিশ মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলাদেশকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বাংলাদেশের প্রথম আইজিপি ও স্বরাষ্ট্র সচিব আবদুল খালেকের স্ত্রী মিসেস সেলিনা খালেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সেলিনা খালেক বলেন, মানুষকে ভালবাসার এক অসাধারণ ক্ষমতা ছিল বঙ্গবন্ধুর। তিনি ছোটবেলা থেকেই নিজের চেতনায় মানুষকে ভালবেসেছেন, মানুষকে নিজের বুকে ধারণ করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সেদিন রেসকোর্স ময়দানে উপস্থিত জনতার মাঝেই নয়, ছড়িয়ে পড়েছিল সারাদেশে।বর্তমানে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে, উন্নতি হয়েছে। ভবিষ্যতে আরও উন্নতি হবে।

এসময় তিনি তার প্রয়াত স্বামী বাংলাদেশের প্রথম আইজিপি ও স্বরাষ্ট্র সচিব আবদুল খালেককে এ বছর স্বাধীনতা পদক প্রদান করায় সরকার এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এআইজি (ডিএন্ডপিএস) ও বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক আবিদা সুলতানা, রাজারবাগ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের ছাত্রী সানজিদা হক এবং ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র আব্দুল আহাদ।

পরে আইজিপি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, রাজাধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এ চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠান আয়োজন করে।

কালের কালের/এমএইচএ