এমপি তুহিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নৌকা প্রার্থীর
প্রকাশিতঃ 9:44 pm | March 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক চৌধুরী স্বপন।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
আব্দুল মালেক চৌধুরী বলেন, নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন আচরণ বিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসান মাহমুদ জুয়েলের আনারস প্রতীকের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে সভা-সমাবেশ করে ভোট প্রার্থনা করছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়ে তিনি আনারস প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহলে অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি। আব্দুল মালেক চৌধুরী আরও বলেন, গত সংসদ নির্বাচনে আমিও এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলাম। তখন থেকেই আমার সঙ্গে তার বিরোধ। এ কারণেই দলের বিরুদ্ধে গিয়ে সে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে এবং আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহবায়ক শহীদুল্লাহ শহীদ, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া।
কালের আলো/ওএইচ