নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে ২৬ মার্চ

প্রকাশিতঃ 8:22 pm | March 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ আগামী ২৬ মার্চ (মঙ্গলবার) জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌবাহিনীর জাহাজসমূহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা এবং চাঁদপুর জেলার নির্ধারিত স্থানে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শন করা হবে।

কালের আলো/এমএইচএ