দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার বড় হাতিয়ার শিক্ষা : প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 12:14 pm | March 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার(১৩ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘একটা জাতিকে যদি গড়ে তুলতে হয় তাহলে শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। সেদিকে লক্ষ্য রেখেই আমরা শিক্ষাকে গুরুত্ব দেই।’

প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই শিক্ষাই শিশুদের একটি ভিত্তি তৈরি করে। তবে শিক্ষার জন্য শিশুদের অতিরিক্ত চাপ কখনো দেওয়া উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘প্রি-প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষাকে আামরা গুরুত্ব দিচ্ছি। শিশুরা যেন হাসতে হাসতে, খেলতে খেলতে পড়াশুনাকে নিজের মতো করে পড়তে পরে সেই ব্যবস্থাই করা উচিত। ’

শেখ হাসিনার বলেন, ‘শিশুদের ধমক কিংবা আরও বেশি চাপ দিলে শিক্ষার ওপর তাদের আগ্রহ কমে যাবে। একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতি যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে আমাদের শিক্ষক এবং অভিভাবকদের অনুরোধ করবো।’

এ সময় স্কুলের প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও মা-বাবার মধ্যে সবচেয়ে বেশি হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এটাকে অসুস্থ প্রতিযোগিতা বলে মনে করেন তিনি।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় শিক্ষা পদক বিতরণ করেন তিনি। এ বছর ১৩ মার্চ থেকে ১৯ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন করা হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হলো ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’।

এ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস, দেশের ও বিদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

কালের আলো/এএ/এমএইচএ