ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি সামাজিক মাধ্যমে শোভনের অনুরোধ

প্রকাশিতঃ 12:10 pm | March 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ভিপি পদে রেজোয়ানুল হক চৌধুরী শোভনের পরাজয় ও ভিপি পদে নুরুল হক নুরের জয়ের পর সামাজিক মাধ্যম সহ সর্বত্রই ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন।

এর প্রেক্ষিতে বুধবার(১৩ মার্চ) সকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি পোস্ট দিয়েছেন।

পাঠকদের সুবিধার্থে স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল-

”ডাকসু নির্বাচন-২০১৯’- এর ফলাফলকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিভিন্ন ধরনের লেখা ও পোষ্টের কারনে নেতা কর্মীদের মাঝে এক ধরনের দোষারোপের প্রতিযোগীতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের এধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান ও অনুরোধ করছি। একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু, শান্তিপূর্ন শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য এবং সকল ধরনের অপপ্রচারের বিরুদ্ধে একতাবদ্ধভাবে প্রশাসনের পাশে থেকে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

কালের আলো/এমএইচএ