ছাত্রলীগ সভাপতিকে ফিরিয়ে দিলেন সেমন্তী

প্রকাশিতঃ 8:35 pm | March 12, 2019

ঢাবি প্রতিনিধি, কালের আলো:

ডাকসু নির্বাচনে পরাজিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অরণী সেমন্তী খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন। কিন্তু তাকে ফিরিয়ে দিয়ে পুনঃনির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন স্বতন্ত্র এই প্রার্থী। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভনকে ফিরিয়ে দেওয়ার পর সংবাদিকদের কাছে অরণী সেমন্তী খান বলেন, ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালিয়েছে। তাদের আমরা বিশ্বাস করি না। তাদের সাথে কুশল বিনিময় করতে চাই না।

কারো মিষ্টি কথায় তিনি ভুলতে চান না বলেও জানান স্বতন্ত্র এই প্রার্থী

এর আগে, ডাকসু নির্বাচনে পরাজিত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন সেমন্তীর সাথে দেখা করতে গেলে তাকে ফিরিয়ে দেন।

এ প্রসঙ্গে সেমন্তী বলেন, ছাত্রলীগ সভাপাতি শোভন আমার কাছে এসেছিলেন, কিন্তু আমি তার সাথে কুশল বিনিময় করতে পারি না, কারণ ভোটের দিন তার নির্দেশেই রোকেয়া হলের ভিতরে আমাদের ওপর হামলা হয়।

তিনি অভিযোগ করে বলেন, শোভন আমাকে দেখিয়ে বলেছিলেন, ওরে মার…ওরে ধর। তার সাথে আমি কথা বলতে পারি না।

কালের আলো/এমএইচএ