৩৪৮৭ পদে নিয়োগ দিতে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
প্রকাশিতঃ 6:26 pm | November 28, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো।
বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন করতে বলা হয়েছে। ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৭তম বিসিএসের আবেদন করা যাবে।
এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬২৭ জন, শিক্ষা ক্যাডারে ৯২৯ জন নিয়োগ পাবেন। আবেদন ফি ধরা হয়েছে ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।
কালের আলো/ডিএইচ/কেএ