সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার নির্দেশ সেনাপ্রধানের

প্রকাশিতঃ 2:51 pm | February 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

উর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠতে নিজ বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

একই সাথে পেশাদারিত্বের ঈপ্সিত মান অর্জনের মাধ্যমে আভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তিনি।

আরো পড়ুন:
নতুন ইতিহাস গড়লেন সেনাপ্রধান

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) নবগঠিত কক্সবাজারের রামু সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার আরেকটি ধাপ হিসেবে ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ ১০ পদাতিক ডিভিশনের
অধীনস্থ আরো ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বেলুন উত্তোলন করেন।

আরো পড়ুন:
‘ম্যান অব অ্যাকশন’ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

এর আগে সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী অভ্যর্থনা জানান।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ আরো ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করেন।

আরো পড়ুন:
সেনাবাহিনীর উন্নয়ন সম্প্রসারণ ও আধুনিকায়নে আমরা বিশ্বাসী : সেনাপ্রধান

অনুষ্ঠানে প্যারেড কমান্ডার মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করেন।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ আরো ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে ফটোসেশনে অংশ নেন।

আরো পড়ুন:
কক্সবাজারে পর্যটন আকর্ষণে নতুন মাত্রায় মুগ্ধ সেনাপ্রধান

প্রসঙ্গত, বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার জেলার রামুতে ২০১৪ সালে ১০ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠিত হয়।

কালের আলো/এনএল/এমএইচএ