কক্সবাজারে পর্যটন আকর্ষণে নতুন মাত্রায় মুগ্ধ সেনাপ্রধান
প্রকাশিতঃ 10:12 pm | February 27, 2019

বিশেষ প্রতিবেদক, কালের আলো:
দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত কক্সাবাজারে পর্যটন আকর্ষণে যোগ হলো নতুন মাত্রা। শিল্পীর রঙের তুলিতে আঁকা এই ক্যানভাসে সূর্যস্নান ও কোলাহলহীন ঘুরে বেড়ানোর পরিবেশ থাকলেও অনুভূত হচ্ছিলো একটি গলফ ক্লাবের। অবশেষে সেই প্রত্যাশাও পূরণ হলো।
দেশের পর্যটনের এই রাজধানীতে যাত্রা শুরু করলো অন্যতম বৃহৎ গলফ ক্লাবের। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদর দপ্তর রামু সেনানিবাসে বুধবার (২৭ ফেব্রুয়ারি) কক্সবাজার গলফ এন্ড কান্ট্রি ক্লাবের উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আরো পড়ুন:
সেনাবাহিনীর উন্নয়ন সম্প্রসারণ ও আধুনিকায়নে আমরা বিশ্বাসী : সেনাপ্রধান
পাহাড়বেষ্টিত নীল জলরাশির বিশ্বের একমাত্র এই নিরাপদ সৈকতের জেলায় গলফ ক্লাবের মধ্যে দিয়ে পর্যটন আকর্ষণে নতুন মাত্রায় রীতিমতো মুগ্ধ হয়েছেন তিনি। বনজসম্পদ, মাছ, শামুক, ঝিনুক ও সিলিকাসমৃদ্ধ বালুর জন্য স্বনামে খ্যাত এই জেলাটিকে ভ্রমণবিলাসী পর্যটকদের কাছে সবার ওপরে নিয়ে যেতে এই গলফ ক্লাব কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এই গলফ কোর্স পর্যটন নগরীতে আরো একটি নতুন মাত্রা সংযোজনের মাধ্যমে ওই এলাকার সামগ্রিক উপযোগিতা ও গ্রহণযোগ্যতাকে আরেকধাপ এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান তার ভাষণে এই কোর্সের সাথে অতীত ও বর্তমানে সম্পৃক্ত সকলকে অন্তরিক ধন্যবাদ জানান।
আরো পড়ুন:
নতুন ইতিহাস গড়লেন সেনাপ্রধান
তিনি সুন্দর এই গলফ কোর্সের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশপাশি এর সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।
এর আগে সেনাপ্রধান কক্সবাজার গলফ এন্ড কান্ট্রি ক্লাবে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান কক্সবাজার গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি ও ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: মাঈন উল্লাহ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যসহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএ