র্যাবের গাড়িতে হামলা-সহিংসতা: আসামি সালাউদ্দিন গ্রেপ্তার
প্রকাশিতঃ 7:56 pm | July 28, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর উত্তরায় র্যাবের গাড়িতে হামলা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম পলাতক আসামি সালাউদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-১।
রোববার (২৮ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর উত্তরায় র্যাবের গাড়িতে হামলা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম আসামি সালাউদ্দিন কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর তিনি পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১।
কালের আলো/ডিএইচ/কেএ