ছয়জন নিহত ও অগ্নিসংযোগ-সন্ত্রাসী কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠন

প্রকাশিতঃ 8:11 pm | July 18, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ঘটনায় ছয়জন নিহত ও সাম্প্রতিক সময়ে সহিংসতা, অগ্নি-সংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে এই কমিশনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ঘটনায় ছয়জন নিহত হওয়া ও সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নি-সংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে এই কমিশনের দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিশন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

কালের আলো/এমএএইচ/ইউএইচ