উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

প্রকাশিতঃ 3:33 pm | June 01, 2024

কক্সবাজার প্রতিনিধি, কালের আলো:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিস।

শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগে। এর আগে একই স্থানে ২৪ মে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া ১৩নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। কয়েকদিন আগেও একই স্থানে আগুন লেগেছিল।

কালের আলো/ডিএইচ/কেএ