রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ 2:35 pm | May 24, 2024

কক্সবাজার প্রতিনিধি, কালের আলো:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৪ মে) দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন।

এর আগে বেলা ১১টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন জানান, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে শতাধিক দোকানসহ রোহিঙ্গাদের ঘর পুড়ে গেছে।

রফিক নামের এক বাসিন্দা বলেন, আমাদের ঘরবাড়ি পুড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে অবস্থান করছি।

কালের আলো/ডিএইচ/কেএ