গণভবনে ঐক্যফ্রন্টকে চা’য়ের আমন্ত্রন প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ 7:55 pm | January 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে চা পানের আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের।

এক চিঠির মাধ্যমে এ আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক।

তিনি বলেন, আমাদের অফিসে গণভবনে চা খাওয়ার আমন্ত্রণের একটি চিঠি আসে। আমি আজ শনিবার সন্ধ্যায় চিঠিটি হাতে পেয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যাওয়া না যাওয়া আমাদের বিষয়। আলোচনা করে পরে জানাতে পারবো।

কালের আলো/এ/এমএইচএ