শ্রমিকদের ভালোবাসলে ফ্যাক্টরি ভালো চলবে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিতঃ 2:50 pm | January 26, 2019

নিজস্ব প্রতিনিধি, কালের আলো:

শ্রমিকদের ভালোবাসলে প্রতিটি কারখানা ভালো চলার কথা বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শনিবার দুপুরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)উদ্যোগে পোশাক খাতের মজুরি বিষয়ে সংলাপে তিনি একথা বলেন।

শ্রমিকদের ফাঁকি দেওয়া ঠিক নয়-মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৮ ঘণ্টার বেশি (কাজ) করায় ফাঁকি দেওয়া, তাদের ফাঁকি দিয়ে লাভ হবে না। কারণ, শ্রমিকদের ভালোবাসলে সে ফ্যাক্টরি ভালো চলার কথাই।’

কারখানার শ্রমিকদের ঠিক মতো মজুরি না দেওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বেশি কাজ করলে পয়সা দেবে না, এটা ঠিক না। শ্রমিকদেরকে যতটুকু কাজ করায়, পয়সা দিতে হবে।’

কালের আলো/এএ/এমএইচএ