ফেব্রুয়ারিতে একসঙ্গে দুইপক্ষের বিশ্ব ইজতেমা
প্রকাশিতঃ 4:01 pm | January 23, 2019

আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের দুইপক্ষ একসঙ্গে বিশ্ব ইজতেমা করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের মধ্যস্থতায় তাবলীগ জামাতের দুইপক্ষ বৈঠকে বসে ইজতেমা একসঙ্গে করতে সম্মত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, তাবলীগের দুইটি পক্ষ হয়ে গেছে। দুই পক্ষের সবাই এসেছিলেন। আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় টঙ্গীতে দুইপক্ষ একসঙ্গে ইজতেমা করবে।
কালের আলো/এএ/এমএইচএ