অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল মাহমুদ হাসানের মৃত্যু, আইজিপির শোক

প্রকাশিতঃ 10:26 pm | October 26, 2023

কালের আলো প্রতিবেদক:

রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আল মাহমুদ হাসান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৬অক্টোবর) বিকেলে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ আল মাহমুদ হাসান ২০১০ সালের ০১ ডিসেম্বর ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনে তিনি নীলফামারী, বান্দরবান, চট্টগ্রাম ও কুড়িগ্রাম জেলা, রেলওয়ে পুলিশে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৭৭ সালের ১২ মার্চ লালমনিহাট জেলার সদর থানাধীন গার্ডপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মরহুমের নামাজে জানাজা আজ রাত ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, মরহুমের সহকর্মী এবং আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।

মরহুমের কফিনে ফুল দিয়ে আইজিপর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ২৮ তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

আইজিপির শোক
এদিকে মোঃ আল মাহমুদ হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এদিন এক শোক বার্তায়, আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

কালের আলো/এসআরবি/এমএইচএ