মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশিতঃ 1:11 pm | July 29, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মাতুয়াইলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
শনিবার (২৯ জুলাই) বেলা ১২টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। কারা অগ্নিসংযোগ করেছে বা ঘটনায় কোনো হতাহত আছে কি না এই তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
কালের আলো/এমএইচআরকে