কাঁটাতার পারেনি ছিঁড়তে নাড়ির বন্ধন : তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 7:05 pm | July 28, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কলকাতার ঐতিহ্যবাহী নন্দনে শুরু হয়েছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। গত বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং উৎসবের প্রধান অতিথি হাছান মাহমুদ। তিন দিনব্যাপী এ উৎসবে বিনা মূল্যে দেখানো হবে বাংলাদেশের ২৪টি চলচ্চিত্র। ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে এবারের আয়োজন।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশের ৪৫ সিনেমা প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। প্রতিদিন বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত চলচ্চিত্রগুলো বিনামূল্যে উপভোগ করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ও পরিচালক ব্রাত্য বসু এবং চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এ উৎসবের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে। এখন আমাদের দুই দেশের মধ্যে চলচ্চিত্র বিনিময় হচ্ছে। আমরা ভারতের ১০টি চলচ্চিত্রকে বাংলাদেশে আমদানির অনুমতি দিয়েছি। আমরা মনে করি, এভাবেই আমাদের দুই দেশের চলচ্চিত্র অঙ্গন সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, সীমান্তের কাঁটাতার বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গকে বিভক্ত করলেও, আমাদের হৃদয় ও নাড়ির বন্ধন ছিন্ন করতে পারেনি। একই মাটির গন্ধ, একই নদীর জল, একই পাখির কলতান, একই মেঘমালার বৃষ্টি, একই সংস্কৃতিতে আমাদের জীবন।

চলচ্চিত্র উৎসব উপলক্ষে কলকাতায় গিয়েছেন বাংলাদেশের একঝাঁক তারকা। তাঁদের মধ্যে আছেন অরুণা বিশ্বাস, ফেরদৌস, পূর্ণিমা, নুসরাত ফারিয়া প্রমুখ।

উৎসবের প্রথম দিন (২৯ জুলাই) দুপুর ১টায় প্রদর্শিত হবে ‘হাসিনা- আ ডটারস টেল’, ‘জেকে ১৯৭১’ এবং ‘বীরকন্যা প্রীতিলতা’।

এছাড়া শিডিউল অনুযায়ী দেখানো হবে ‘রেডিও’, ‘গুনিন’, ‘বিউটি সার্কাস’, ‘পরাণ’, ‘দামাল’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপ পুণ্য’, ‘সাঁতাও’, ‘মা’, ‘দেশান্তর’, ‘স্ফুলিঙ্গ’, ‘ন ডরাই’, ‘আলফা’, ‘গেরিলা’, ‘লাল শাড়ি’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, ‘বিক্ষোভ’, ‘গণ্ডি’, ‘ধড়’, ‘ওমর ফারুকের মা’ ও ‘অবিনশ্বর’।

কালের আলো/এমএইচ/এসবি