জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে উত্তরণে বৃক্ষরোপণের বিকল্প নাই : স্পিকার
প্রকাশিতঃ 6:13 pm | July 17, 2023

কালের আলো রিপোর্ট:
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (১৭ জুলাই) সংসদ ভবনের ‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে স্পিকার বলেন, বৃক্ষরোপণ জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভান্ডার তৈরী করে। এ সময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় স্পিকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপিসহ সংসদ সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম