দ্বিতীয় দিনের শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 11:00 am | June 15, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুতেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর দলকে এগিয়ে নিয়ে যান মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে গড়েন ২১২ রানের জুটি। এরপরও দলীয় ২৯০ রানের মধ্যেই টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা। সেখান থেকে দলকে টেনে নিয়ে এসেছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। এই দুই ব্যাটারের ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে আর কোনো উইকেট না হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৮৩.৩ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৭৫ রানে ব্যাট করছে স্বাগতিকরা। তাসকিন আহমেদ ২ ও নতুন ব্যাটার শরিফুল ইসলাম শূন্যরানে অপরাজিত রয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে গতকাল টস হেরে প্রথম দিন শেষে ৭৯ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ৩৬২ রান করেছিল বাংলাদেশ দল। নাজমুল শান্ত ১৪৬ ও মাহমুদুল জয়ের ৭৬ রান করে বিদায় নেন। তবে মুশফিকুর রহিম ৪১ ও মেহেদি হাসান মিরাজ ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে।

তবে দিনের চতুর্থ ওভারেই আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজ। আফগান পেসার ইয়ামিন আহমেদজাইয়ের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে ফিরেছেন এই অলরাউন্ডার। আজ মাত্র ৫ রান যোগ করেও ফিফটির আগে ৪৮ রানে আউট হন তিনি।

মিরাজ আউট হওয়ার চার বল পর তার পথ অনুসরণ করেন মুশফিকুর রহিমও। অভিষিক্ত নিজাত মাসুদের অফ স্টাম্পের বাইরের বল লাফিয়ে উঠেছিল। মুশফিক নিচে খেলার চেষ্টা করলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল তাঁর ব্যাটের হ্যান্ডল ও গ্লাভস ছুঁয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে নাসির জামালের হাতে। তিনিও ফিফটির আগে ৪৭ রানে আউট হয়ে যান।

মুশফিককে আউটের এক বল পর নতুন ব্যাটসম্যান তাইজুলকেও বিদায় করেন নিজাত মাসুদ। তার খাটো লেংথের ডেলিভারি তাইজুলের শরীর তাক করে বল তুলেছিলেন নিজাত। লেগে খেলতে গিয়ে কাছেই দাঁড়িয়ে থাকা আবদুল মালিককে ক্যাচ দেন তাইজুল। ০ রানেই আউট হন এই স্পিনার। ফলে ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

কালের আলো/এমএইচ/এসবি