বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
প্রকাশিতঃ 8:43 pm | June 13, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার এক মাত্র টেস্টটি শুরু হচ্ছে আগামীকাল। মিরপুরে টেস্ট দিয়ে শুরু হওয়া আফগানদের সফরে থাকছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। তিন ফরম্যাটের সিরিজের জন্য আজ টাইটেল স্পন্সর ঘোষণা করে বিসিবি। এবারের সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিস-পিএলসি।
আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে।
মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর ওয়ালটনের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং এন্ড কমিউনিকেশন অফিসার দিদারুল আলম খান ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু।
সাংবাদিকদের বিসিবি পরিচালক টিটু বলেন, ‘ওয়ালটনকে ধন্যবাদ জানাই। ওয়ালটন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের পরিবারের একটি অংশ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের পথচলা। কখনো তারা টাইটেল স্পন্সর। কখনো কো-স্পন্সর। সব সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই তারা থাকে। আশা করছি ক্রিকেটের সঙ্গে তাদের এই পথচলা অব্যাহত থাকবে।’
ওয়ালটনের চিফ মার্কেটিং এন্ড কমিউনিকেশন অফিসার দিদারুল আলম খান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটন গ্রুপের বন্ধুত্ব অনেক পুরোনো। ১২-১৩ বছর ধরে ক্রিকেটের সেবায় আমরা ওয়ালটন গ্রুপ যুক্ত। আমরা সেই সুযোগটি পেয়েছি। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ক্রিকেটের সঙ্গে নিজেদের ব্র্যান্ডকে অ্যাসোসিয়েট করে যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছি তা সত্যিই অভূতপূর্ব। বাংলাদেশের বাইরের মানুষ আমাদের দেশ নিয়ে যদি তিনটি কথা বলে একটি অবশ্যই থাকে ক্রিকেট। ক্রিকেটের মাধ্যমেই আমাদের দেশের অনেক পরিচিতি হয়েছে। সেই ক্রিকেটের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত থাকায় ওয়ালটন গ্রুপ গর্বিত।’
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের এক মাত্র টেস্টটি।
কালের আলো/এমএইচ/এসবি