জেগে ওঠো বাঙালি, ভিডিও বার্তায় ড. কামাল (ভিডিও)
প্রকাশিতঃ 11:00 pm | December 22, 2018

কালের আলো ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় নেমেছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সেই প্রচারণায় তরুণ ভোটারদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
গতকাল শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে ড. কামাল হোসেনের সেই ভিডিওটি। সেখানে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘জেগে ওঠো বাঙালি, তোমার কান্ডারি প্রস্তুত।’
ড. কামালের ১ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, দরজা খুলে ধীরে ধীরে লাঠিতে ভর করে হেঁটে এগিয়ে আসছেন তিনি। ভিডিওটির ধারা বর্ণনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমি। এই যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছ নিজের পায়ে দাঁড়ানোর। আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্ট। আরে তুমিই তো বাংলাদেশ। তুমি হার মাননি, আমি জানি।’
ভিডিওতে আরও বলা হয়, ভবিষ্যতেও বাংলাদেশ হারবে না। তরুণদের হাত ধরে একাত্তরের ডিসেম্বরের বিজয়, নব্বইয়ের গণতন্ত্র এসেছে। ২০১৮ এর ডিসেম্বরেও তরুণেরা জেগে উঠবে বলে আশা করা হয়।’ ভিডিওটির শেষে ড. কামাল হোসেন বলেন, ‘জেগে ওঠো বাঙালি, তোমার কান্ডারি প্রস্তুত।’
ভিডিও-
কালের আলো/এএ/এমএইচএ