বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার

প্রকাশিতঃ 4:57 pm | December 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক সম্পর্ক বিভাগ ‘আইসিসিআর’র প্রধান রিভা গাঙ্গুলি দাস। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি সংসদ নির্বাচনের পরপরই দায়িত্ব বুঝে নিবেন।

অন্যদিকে বর্তমানে দায়িত্বরত হর্ষ বর্ধন শ্রিংলা ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় ভারতের হাইকমিশনার পদে যোগ দেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৮৬ সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা রিভা গাঙ্গুলি দাসকে অবিলম্বে দায়িত্ব দেওয়া ।

কালের আলো/এএ/এমএইচএ