অভিযোগ থাকলে রিটার্নিং কর্মকর্তাদের জানাতে বললেন সিইসি

প্রকাশিতঃ 1:07 pm | December 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ভোটকেন্দ্র থেকে সরাসরি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ না করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলে দ্রুত সমাধান সম্ভব। তাই কোন অভিযোগ থাকলে রিটার্নিং কর্মকর্তার কাছে জানাবেন।

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁওয়ে নির্বাচনে ভোট গণনাকারী কর্মকর্তাদের সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট গণনা এবং সফটওয়্যার সংক্রান্ত কাজে নিয়োজিত থাকবেন তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সিইসি।

কেএম নুরুল হুদা বলেন, বছরব্যাপী প্রস্তুতির ফসল চলে যাবে ফলাফল গণনাকারীদের হাতে। তাই সামান্য ভুলেও দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই যারা সফটওয়্যার ফলাফলযুক্ত করবেন তাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি জানান, এবার সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এমনকি রাজনৈতিক দলের পোলিং এজেন্টদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যেনো তারা তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন। এসব কিছুই সুষ্ঠু নির্বাচনের জন্য করা হচ্ছে।

সবদল এবং সাধারণ মানুষের মধ্যে একধরণে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে দাবি জানিয়ে সিইসি বলেন, দৃঢ়তার সাথে বলতে পারি সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হবে। তাই যার যার জায়গা থেকে সঠিকভাকে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাই।

কালের আলো/ওএইচ