চীনের সঙ্গে প্রতিযোগিতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাইডেনের

প্রকাশিতঃ 12:03 pm | February 09, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে চীনের সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যেতে সকল কংগ্রেস সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) জো বাইডেন তার প্রশাসনের অগ্রযাত্রা উদযাপন করে রাজনৈতিকভাবে বিভক্ত কংগ্রেসে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

আইনপ্রনেতাদের উদ্দেশে তিনি বলে, ‘চীনের সঙ্গে প্রতিযোগিতায় জিততে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ তবে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের আকাশে চীনের ‘নজরদারি বেলুনে’র বিষয়ে কিছু বলেননি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ওই বেলুনটিকে গুলি করে নামিয়ে আনে।খবর বিবিসির।

কংগ্রেসের এই অধিবেশনে উপস্থিত আছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অতিথি আর এর মধ্যে রয়েছে সম্প্রতি পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ নাগরিক টায়ার নিকোলসের মা, পল পেলোসি এবং আইরিশ গায়ক ও গীতিকার বোনো।

বাইডেনের এই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণকে ২০২৪ সালে পুনর্নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই তিনি এ বিষয়ে ঘোষণা দেবেন।

প্রেসিডেন্টের মেয়াদ থাকা অবস্থায় জনতার সমর্থনের পাল্লা নাজুক থাকার সময়ে বাইডেন তার ভাষণে ঐক্যের ডাক দিলেন।

কালের আলো/এসবি/এমএম