বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করে সেনাবাহিনী আগের চেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে: সেনাপ্রধান

প্রকাশিতঃ 3:45 pm | January 26, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বেসামরিক প্রশাসনের সাথে বর্তমানে সেনাবাহিনীর সম্পর্ক ‘অনেক বন্ধুত্বপূর্ণ’ এবং কাজ করতে গিয়ে সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, সেনাবাহিনী চাচ্ছে বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের দেওয়া যে কোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে। আপনারা জানেন, বেসামরিক প্রশাসনকে সহায়তায় আমরা দুর্যোগ ব্যবস্থাপনা, জাতি গঠন এবং অনেক নিরাপত্তার দায়িত্বও পালন করে থাকি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ–সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন সেনাপ্রধান।

গত বছরের ডিসি সম্মেলনে যোগ দেওয়ার স্মৃতি স্মরণ করে সেনাপ্রধান বলেন, আমি গতবারও ব্যক্তিগতভাবে এখানে এসেছি, এবারও এখানে এসেছি। আমি কিন্তু কোনো প্রতিনিধি পাঠাই না। আমার সশরীরে এই ডিসি সম্মেলনে পরপর দুই বছর উপস্থিত হওয়া এটাই প্রমাণ করে যে এটাকে কতটা গুরুত্ব আমি দিয়েছি।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসনের মাঠপর্যায়ে যারা সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে, তারা হলেন ডিসিরা, ডিভিশনাল কমিশনাররা। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের অনেক কাজ করে, যেগুলো বেসামরিক প্রশাসনের আওতায়। ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় আমরা যে সমস্ত কর্মকাণ্ড করি, সেগুলো কিন্তু বেসামরিক প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছাড়া করা অসম্ভব।

জেনারেল ড. শফিউদ্দিন বলেন, আপনারা জানেন যে ইন এইড টু সিভিল পাওয়ারে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা, নেশন বিল্ডিং, অনেক নিরাপত্তার দায়িত্বও পালন করে থাকি। এখানে কথা প্রসঙ্গে গত বন্যায় সেনাবাহিনীর কাজের প্রশংসা সবাই করেছে, অন্যান্য কাজেও আমাদের প্রশংসা সবাই করেছে।

তিনি বলেন, আমরাও বলেছি, বর্তমান সেনাবাহিনীর নিচের পর্যায়ের সবার মধ্যে একটা অনুভূতি এসেছে যে বেসামরিক প্রশাসন আমাদের সাথে আগের চেয়ে ফ্রেন্ডলি এবং তাদের সাথে কাজ করে আমরা আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি।

তবে দুই পক্ষের কর্মপদ্ধতির কারণে মাঝে মাঝে কিছু ‘ভুল বোঝাবোঝি’ তৈরি হয় মন্তব্য করে সেনাবাহিনী প্রধান বলেন, উদ্দেশ্য কিন্তু সবার একই। নিজেদের কর্মপদ্ধতি ঠিক রেখে এগোলে আমরা অনেক দূর যেতে পারব৷ সরকার আমাদের কাছে যা চায় তা আমরা করতে পারব।

তিনি বলেন, আমাদের কয়েকজন জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার বলেছেন, সেনাবাহিনী কতো ভাল কাজ করছে…। আমি তাদের বলেছি, তাদের এই প্রশংসা আমি সেনাবাহিনীর সদস্যের কাছে পৌঁছে দেব, এটা তাদের মনোবল বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

বান্দরবান সীমান্তে মিয়ানমার অংশে অস্থিরতা প্রসঙ্গে জানতে চাইলে এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, একটা পরিষ্কার বক্তব্য আমি আগেই দিয়েছি। আজকে এ ধরনের কোনো কিছু এখানে আলোচনা হয়নি। আমরা এখানে একটা ভিন্ন ক্ষেত্র না খুলি; কারণ দেখা যাবে ছোট্ট একটা বক্তব্য…কোনো বিস্তারিত ব্যাখ্যা দিলাম না, তখন আবার…এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হলে তখন আপনারা ধারণা পাবেন।

জেলা প্রশাসকদের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো বিষয়ে আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তারা চেয়েছেন। তবে কোন কোন ক্ষেত্রে চেয়েছেন সে বিষয়ে বিস্তারিত আমরা বলছি না। আমি নিশ্চিত, এখানকার যারা মুখপাত্র আছেন তারা এ বিষয়ে পরিষ্কার ধারণা দেবেন।

কালের আলো/এসবি/এমএইচএ