শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেশি-বিদেশি ৭৭৪ গলফার, শৃঙ্খলা অনুশীলনে গলফের গুরুত্ব সেনাপ্রধানের
প্রকাশিতঃ 9:33 am | January 15, 2023

জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
মাত্র চারদিন আগে পর্দা উঠেছিল ট্রাস্ট ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট’র। ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে বসে এ আসর। দেশি ও বিদেশি ৭৭৪ জন গলফার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশগ্রহণ করেন। প্রতিটি দিনই গলফাররা মেতেছিলেন রোমাঞ্চ, উত্তেজনায়। তবে টুর্নামেন্টে শেষ পর্যন্ত ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মো: সাকিব রহমান।
শনিবার (১৪ জানুয়ারি) আর্মি গলফ ক্লাবে গলফারদের আনন্দমুখর উপস্থিতিতে সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি এমন টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন। গলফ একজন মানুষকে সুশৃঙ্খল জীবন কাঠামোর মধ্যে আনতে পারে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের শৃঙ্খলা ও সত্যনিষ্ঠার মতো গুণাবলির অনুশীলন হবে।
ট্রাস্ট ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট’র সমাপনী দিনে দৃষ্টিনন্দন সাজে সাজানো হয় আর্মি গলফ ক্লাব। পৃষ্ঠপোষকদের সহায়তায় গলফের আরও উন্নতির প্রত্যাশার কথা উচ্চারিত হয় জনে জনে। নিয়মিত এমন আয়োজনের ধারা অব্যাহত থাকলে সিদ্দিকুরের মতো গলফার তৈরি হবে। একদিন গলফেও নাম করবে বাংলাদেশ।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদও মনে করেন, ‘গলফ সারাবিশ্ব জনপ্রিয় হলেও ধীরে ধীরে বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে। গলফকে আরো জনপ্রিয় করতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা।’
এর আগে গত বুধবার (১১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ। ট্রাস্ট ব্যাংক কাপ গলফ টুর্নামেন্টে ভ্যাটারান উইনার লে: কর্ণেল শাহরিয়ার আহমেদ চৌধুরী (অব:), সিনিয়র উইনার মেজর জেনারেল আলাউদ্দিন এম এ ওয়াদুদ (অব:), মিসেস রুকসানা জেরিন লেডি উইনার এবং সাবরুন জামিল বিন আজাদ জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক’র চেয়ারম্যান, ক্লাব ক্যাপ্টেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, আর্মি গলফ ক্লাব; ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে