ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী চিন গাং
প্রকাশিতঃ 11:43 am | January 10, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী চিন গাং ঢাকায় পৌঁছেছেন। সোমবার (০৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তিনি ঢাকায় পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ লাভের পর এটিই
কালের আলো/এসবি/এমএম