বরিশালের প্রথম অনুশীলনে নেই সাকিব

প্রকাশিতঃ 4:08 pm | January 02, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফরচুন বরিশালের দলীয় অনুশীলন। যদিও প্রথম দিনের অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক সাকিব আল হাসানকে। বিশ্রামে ছিলেন এই তারকা ক্রিকেটার। তবে এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজরা।

বল হাতে ঘাম ঝরিছেয়েন পেসার এবাদত হোসেন, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বিরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আগামী ৭ জানুয়ারি সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হকে সাকিবদের বিপিএল যাত্রা।

এদিকে দল সূত্রে জানা গেছে, বরিশাল দলের হয়ে খেলতে সহসাই ঢাকায় পা রাখবেন রাহকিম কর্নওয়াল, করিম জানাত, ইব্রাহিম জাদরান।

ফরচুন বরিশাল-
সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ওমর কাদির (পাকিস্তান), রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
ড্রাফট থেকে দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: হায়দার আলি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা)।

কালের আলো/এমএইচ/এসবি