৩২ দিনের শিশুকে কোলে নিয়ে পরীক্ষাকেন্দ্রে মা
প্রকাশিতঃ 8:43 pm | November 07, 2022

কালের আলো প্রতিবেদক:
পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজে শিশুসহ এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এক মা।
রোববার (৬ নভেম্বর) সকালে মাত্র ৩২ দিনের শিশুকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে হাজির হন তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানার পর তাকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।
পরীক্ষার্থী রাজিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, ইউএনও স্যার একজন মানবিক লোক। ৩২ দিনের শিশুকে কোলে নিয়ে পরীক্ষা দিতে তার অসুবিধা হচ্ছিল। ইউএনও সহযোগিতা করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএনও তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি মানবিক। তাই রাজিয়াকে আলাদা রুমে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং একজন সার্বক্ষণিক গার্ড নিয়োগ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালি, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, কেন্দ্র সচিব অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।
কালের আলো/এসবি/এমএম