আওয়ামী লীগই জয়ী হবে : কাদের
প্রকাশিতঃ 7:22 pm | December 01, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিজয়ের মাসে আওয়ামী লীগই জয়ী হবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন আর গণতন্ত্রের উপর নির্ভর করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। আমাদের বিশ্বাস, সারাদেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিজয়ের মাসে আওয়ামী লীগই জয়ী হবে।’
নির্বাচনকে সামনে রেখে শঙ্কা-উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই জানিয়ে তিনি বলেন, ‘সরকার অবাধ নির্বাচনে কখনো বাধা দেবে না। নির্বাচন পরিচালনায় কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনী পরিবেশ শুরুতেই নষ্ট করেছে বিএনপি। এখন আর সেই অবস্থা নাই। বিদেশিরাও আস্থা পাচ্ছেন এখানকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে।’
তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা বলছে, সেটি তাদের অভ্যাস। তারা ভোট গণনা পর্যন্ত অভিযোগই করতে থাকবে। নালিশ করা তাদের পুরনো অভ্যাস। ভাঙা রেকর্ড তারা বাজাবেই। এ নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই। নির্বাচনী পরিবেশ নষ্ট করে আমাদের লাভ কী?’
কালের আলো/এমএইচএ