ক্রিকেটারদের মধ্যে পেশাদারিত্ব আনতে চান শ্রীরাম

প্রকাশিতঃ 4:56 pm | August 26, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব নেওয়ার আগে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম কাজ করেছেন অস্ট্রেলিয়া দল এবং আইপিএলের মতো আসরে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দায়িত্ব পালন করেছিলেন শ্রীরাম।

এবার দায়িত্ব নিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের। তবে বিসিবি থেকে শ্রীরামকে দেওয়া হয়নি হেডকোচের দায়িত্ব। শ্রীরামও দলে দায়িত্ব না নিয়ে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আমিরাতে এক সংবাদ সম্মেলনে শ্রীরাম জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে পেশাদারিত্ব নিয়ে আসার লক্ষ্য তার।

সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘ভিন্ন সংস্কৃতির সঙ্গে কাজ করা- আইপিএলে ভারতীয় ছেলেদের সঙ্গে কাজ করা, অজি সেট আপে কাজ করা- পূর্ব-পশ্চিমের একটা ভালো মিশ্রণ আছে (আমার)। বাংলাদেশে এসে আমি আসলে এদের বেড়ে ওঠা, খেলার প্রতি দৃষ্টিভঙ্গি বুঝি। একই সঙ্গে পেশাদারিত্ব, প্রত্যাশার ব্যাপারটিও নিয়ে আসতে পারি। আমি মুখিয়ে আছি।

আমি আমার ভূমিকা সম্পর্কে পরিষ্কার। আমার ভূমিকা হলো রিসোর্স একত্র করা। আমাদের খুব ভালো কয়েকজন স্কিল কোচ আছেন। তারা যা করেন, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার কাজ মূলত অধিনায়ক, টিম ডিরেক্টরের সঙ্গে কাজ করা, এবং স্কিল কোচদের নিয়ে- তিনটি ভাগকে একত্রে আনা।

অস্ট্রেলিয়া এবং আইপিএলে কাজ করে পাওয়া টি-টোয়েন্টি অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৌশল একত্র করা- যাতে রিসোর্স ঠিকঠাক কাজে লাগাতে পারি। আমি বলছি না যে আমি দলকে নেতৃত্ব দেব, আমি শুধু সহযোগিতা করছি।’

কালের আলো/এমএইচ/এসবি