একমাত্র শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ : এমপি মোসলেম

প্রকাশিতঃ 9:23 pm | August 21, 2022

ফুলবাড়িয়া প্রতিনিধি :

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফুলবাড়িয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ মোসলেম উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়েছে। ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ।

তিনি বলেন, এই উন্নয়ন কেবল বঙ্গবন্ধু তনয়া বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমেই সম্ভব। এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতেই নিরাপদ।

রোববার (২১ আগস্ট) গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাধাকানাই ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমিন বিউটি, রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া তরফদার, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা সাকির আহম্মেদ খানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভাটির সঞ্চালনা করেন ফুলবাড়িয়া উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক।

এছাড়া এদিন বিকেলে বাক্তা ও রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানেও যোগ দেন এডভোকেট মোসলেম উদ্দিন এমপি।

কালের আলো/ডিএস/এমএম